Google Image search Really its amazing, তবে আজকের দিনে সত্যি অনেকেই এটা পছন্দ করেননা। কারন সম্প্রতি Google তাদের Image Search থেকে তাদের সরাসরি ইমেজ ডাউনলোড লিংক রিমুভ করে দিয়েছে। এখন এটা সম্পর্কে যাই বলিনা ক্যান Google এই Image Search Tool এর Back End এ অনেক উন্নতি সাধন করেছে। যেমনঃ Knowledge Graph Information
এখন থেকে Google এ কোন ইমেজ সার্চ করলে সেই ইমেজ সম্পর্কে সকল যাবতীয় তথ্য প্রদর্শন করা হবে সার্চের সাথে সাথেই। ধরুন আপনি কোন নদী সার্চ করলেন সেই নদী সম্পর্কে আরো তথ্য চলে আসবে, ঠিক যেমনটা আপনি ওয়েভ সার্চের সাথে সাথে দেখেন।
এই ধরুন আপনি কোন নদীর নাম লিখে সার্চ করলেন, সেই সার্চের সাথে দেখাবে নদীটি কোথায় অবস্থিত তার উতপত্তিস্থল কোথায় নদীটি কি জন্য বিখ্যাত ইত্যাদি আরো নানান তথ্য।
তো এখন থেকে যখন Google Image সার্চ এর মাধ্যমে আপনি যখন কোন ইমেজ সার্চ করবেন, গুগল তার বিশাল Data base থেকে আরো গুরুত্বপূর্ন তথ্য আপনার সামনে তুলে ধরবে আপনার সেই ইমেজ সার্চের মাধ্যমে ।
যদি লিখাটি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে জানাতে সাহায্য করুন প্লীজ!!!
إرسال تعليق