যারা মোবাইলে Unlimited Internet ব্যবহার করেন তাদের জন্য Google Photos একটি অসাধারণ ফিচার বলা চলে।  প্রতিটি Google Account ধারি ব্যাক্তির জন্য এই ফিচারটি সত্যিই অসাধারণ একটি এক্সপ্রিয়েন্স।

আমরা যারা গুগলের এই অসাধারণ ফিচারটি ব্যবহার করি তাদের হাজার হাজার image upload করা থাকে এই Google Photos -এ। গুগোল ফোটোজ এর এই সকল upload করা ছবি প্রয়োজনের সময় আমরা যে কোন যায়গায় থেকে এবং যেকোনো Device ব্যবহার করে এর এক্সেল নিতে পারি।

যদিও google photos এ আপলোড করা ছবির রেজুলেশন একটু কমিয়ে দেওয়া হয়, তবে Truely Unlimited Storage হওয়ার কারনে স্মার্টফোন ব্যবহার কারিদের কাছে এটা অনবদ্য একটা ফিচার।

তবে, টাইটেলে যেমনটা লিখেছি গুগোল এই আনলিমিটেড ফটো স্টোরেজ ফিচারটি Google আর দিবেনা। আগামি ১লা জুন ২০২১ থেকে এই সার্ভিস অফ হয়ে যাবে সকল smartphone ধারির জন্য।

তবে আপনি ভাগ্যবান!!! যদি আপনার একটি Pixel Phone থেকে থাকে। কেবল গুগোলের পিক্সেল ফোনের জন্য এই সেবাটি অফ হচ্ছেনা, pixel-1 থেকে শুরু করে Pixel-5 পর্যন্ত এবং ভবিষ্যতে যত পিক্সেল ডিভাইস আসবে সবগুলোই এই পাবে। 

তবে, যারা অন্য ব্যান্ডের ফোন ব্যবহার করেন, তারা google Photos থেকে ফটো ব্যাকাপ করে নেওয়ার সুযোক পাচ্ছেন ১লা জুন ২০২১ পর্যন্ত, গ্রাহকরা এই সময়ের মধ্যে তাদের আপলোড করা ছবি ডাউনলোড করে অন্যত্র সরিয়ে নিতে পারবেন।

Blog witten By : Rishamur Rahman

1 تعليقات

إرسال تعليق

أحدث أقدم