ইন্টারনেটের মাধ্যমে আপনারা অনেকেই কথা বলে থাকেন যে অ্যাপ গুলোর মাধ্যমে কথা বলে থাকেন সেগুলো হচ্ছে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, সিগন্যাল ইত্যাদি এসকল অ্যাপ্লিকেশন থেকে কিন্তু ল্যান্ডলাইন বা মোবাইলফোন অপারেটরের কখনোই কল করা যায় না তবে আইপি কলিং সেবা হচ্ছে এমন একটি সেবা যার মাধ্যমে আপনি যেকোন ল্যানলাইন বা মোবাইল ফোন অপারেটরে কল করতে পারবেন!

বাংলাদেশ পূর্বেও আইপি কলিং সিস্টেম ছিল সেগুলোর মধ্যে অ্যাম্বার আইটি, ব্রিলিয়ান্ট মোটামুটি সকলের কাছে পরিচিত,তবে এই দুইটি নামকরা অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু ফিচার যেগুলো এখনও পর্যন্ত সীমাবদ্ধতা রয়েছে এ সকল ফিচার এর মধ্যে কল ফরওয়ার্ডিং এবং কল রেকর্ডিং এই দুইটি সেবা অ্যাম্বার আইটি এবং ব্রিলিয়ান্ট অ্যাপ এ আপনি কখনোই পাবেন না তবে সরকারি আলাপ অ্যাপ্লিকেশনে এই দুইটি ফিচার রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি অনায়াসেই কল রেকর্ড করতে পারবেন কল ফরোয়ার্ড করতে পারবেন


চলুন আলাপের কিছু সুবিধা সম্পর্কে জেনে নেয়া যাক:
সুবিধা সমূহ👇

🎯মোবাইলে কল দিলে ভ্যাট সহ ৩৪.৫ পয়সা কাটে। যে কোন নাম্বারে। ল্যান্ডলাইন ও টেলিফোন নাম্বারে ও ৩৫ পয়সা কলরেট। 

🎯অ্যাপস টু অ্যাপস কথা বলুন একদম ফ্রি।

🎯অন্যান্য দেশের যেকোন নাম্বারে খুব কম কল রেটে কথা বলতে পারবেন রেট মিনিট ৩৪.৫ পয়সা।

তাই আর দেরি না করে এখনই চালু করুন আলাপ অ্যাপস 
Download link:
https://alaapbtcl.app.link/MlMJo1cHWeb

Post a Comment

নবীনতর পূর্বতন